বর্তমান যুগ ডিজিটাল যুগ বা ইন্টারনেটের যুগ বলা হয়। বর্তমানে মানুষ খুব সহজে সারাবিশ্বের খবরা-খবর রাখতে পারে। ঘরে বসে ব্যবসা পরিচালনা করতে পারে। এক কথায় বলা যায় যে সারা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। তাই এই ডিজিটাল তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা যে কোন কাজ খুব সহজে করতে পারছি। তার জন্য সময়ের সাথে সাথে তথ্য প্রযুক্তির আরো উন্নয়ন হচ্ছে। তার সাথে আমরাও তালমিলিয়ে চলতে পারছি। ব্যবসায় সাফল্য অর্জন করার জন্য সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। বর্তমানে তথ্য প্রযুক্তির দুনিয়াতে প্রচারণা করা হচ্ছে ব্যবসার সাফল্য অর্জন করতে প্রথম ধাপ। আগের কাল মানুষ কোন কিছু প্রচারণা করার জন্য ভিবিন্ন প্রযুক্তি ব্যবহার করত যেমন মাইকিং, আরো অনন্য ভাবে প্রচারণার কাজ করত। ডিজিটাল যুগে ব্যবসার প্রচার করার জন্য নিয়ে এসেছে নতুন নতুন প্রযুক্তি। তাই এখন ব্যবসায়ীরা খুব সহজে সাফল্য অর্জন করতে পারে। বর্তমানে ব্যবসা সাফল্য অর্জন করার জন্য নিয়ে এসেছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং করে খুব সহজে ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন।
মার্কেটিং কি
What is Marketing?
মার্কেটিং ইংরেজি শব্দের অর্থ হলো বিপণন করা বা প্রচার করাকে বোঝায়। এক কথায় বলা যায় সেই কোন কিছু প্রচাত করাকে মার্কেটিং বলা হয়।
ডিজিটাল মার্কেটিং কি?
What is Digital Marketing?
ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট যুক্ত যেমন গুগুল, ফেইসবুক, ইউটিউব, ইত্যাদির মাধ্যমে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। পণ্য বা সেবা সূমুহের মাধ্যমে বিজ্ঞাপনসহ বাজার গবেষণার মাধ্যমে বিক্রয় প্রক্রিয়াকে মার্কেটিং বলে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনলাইন বা ইন্টারনেট এর মাধ্যমে পণ্য বা সেবার কাজ বিক্রয় পরিচালনা করা। আর আমরা মার্কেটিং করার জন্য যে সকল ডিজিটাল পদ্ধতি ব্যবহার করি তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়।
ডিজিটাল মার্কেটিং অনেক প্রকার হয়ে তাকে আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ১১ টা জনপ্রিয় মের্থড নিয়ে আলোচনা করব।
০১. এসইও
০২. সোশ্যাল মিডয়া
০৩. ই-মেইল
০৪. সার্চ ইঞ্জিন
০৫. কন্টেই রাইটিং
০৬. পে-পার ক্লিক
এসইও(SEO)
এসইও পূর্ণরুপ হচ্ছে: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যখন কোন গুগুল বা যে কোন সার্চ ইঞ্জিন লিখে সার্চ দেই তখন অনেক গুলো রেজাল্ট আসে তখন আমাদের পছন্দ মতে সাইটে ক্লিক করি সেটাই এসইও বলে।
সোশ্যাল মিডিয়া
Social media
সোশ্যাল মিডিয়া একটি ইংরেজি শব্দ যার অর্থ হলো সামাজিক যোগাযোগ। ওয়েবসাইট বা ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যেই পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে তাকেই সোশ্যাল মিডিয়া বলা হয়।
ই-মেইল
E-mail
ই-মেইল হলো একটি ইংরেজি শব্দ যা ইলেকট্রনিক ডিজিটাল বার্তা যা কম্পিউটারের মাধ্যমে প্রেরন করা হয়। ই-মেইলর মাধ্যমে বর্তমানে ডিজিটাল মার্কেটিং হয়ে উঠেছে জনপ্রিয়।
সার্চ ইঞ্জিন
Search engine
সার্চ ইঞ্জিন হলো সার্চ ইঞ্জিন হলো একটা software program এই প্রোগ্রামের কাজ হলো ইন্টারনেট উপলব্ধ থাকা কোটি কোটি information Data bacs গুলুর থেকে user দারা সার্চ দিয়ে সঠিক প্রশ্নের উত্তর বাহির করাকে সার্চ ইঞ্জিন বলে।কন্টেইন রাইটিং
Content writing
বর্তমানে ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কোম্পানি বা ব্যবসার প্রতিষ্ঠান প্রচার করার জন্য কন্টেন্ট রাইটিং ব্যবহার করে থাকেন। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।পে-পার ক্লিক
Pay-per-click
PPPC বা পে-পার ক্লিক হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যার প্রধান কাজ হচ্ছে পে করতে হয় যখন অনলাইনে ইউজাররা পিপিসি আডে ক্লিক তখন।