খুচরা ব্যবসা কি? খুচরা ব্যবসার গুরুত্ব
ব্যবসা কে না করতে চায় সবাই ব্যবসা করতে চায়। কিন্তু পাইকারি ব্যবসা করতে হলো অনেক পুজির প্রয়োজন হয়। সে জন্য কি ব্যবসা না করবেন না অল্প পুজিতে বেশি লাভবান হতে হলে খুচরা ব্যবসা করুন। খুচরা ব্যবসা করতে বেশি পুজি লাগে না। তাছাড়া পুজি অনুযায়ী খুচরা ব্যবসায় লাভের সংখ্যা অনেক বেশি।
খুচরা ব্যবসা কী
What is retail business?
খুচরা ব্যবসা হলো পাইকার এর কাজ থেকে অধিক পরিমাণের পণ্য ক্রয় করে তা খুচরা বাজারে বিক্রয় করাকে বোঝায় কাছে।
খুচরা ব্যবসা কাকে বলে
What is retail business?
খুচরা ব্যবসা হলো উৎপানকারী বা উৎপাদক এর কাছ থেকে অধিক পরিমানের পণ্য ক্রয় করে তা চূড়ান্ত ভুক্তাদের কাছে সরবরাহ করাকে খুচরা ব্যবসা বলা হয়। যেমন: মুদি মাল, কাচামাল ইত্যাদি।
খুচরা ব্যবসার গুরুত্ব
Importance of retail business
খুচরা ব্যবসার গুরুত্ব হলো:
০১. পণ্য ক্রয় : উৎপাদনকারির কাছ থেকে যখন ক্রয় করবেন তখন আপনাকে অবশ্যই ভোক্তাদের রুচি মানস্মত পণ্য ক্রয় করতে হবে।
০২. পণ্য বিক্রয় : খুচরা ব্যবসার ক্ষেত্রে আপনার পণ্য গুলো এমন ভাবে রাখতে হবে যাতে করে পণ্য বিক্রয় করতে সহজ হয়।
০৩. পণ্য সাজ : আপনার দোকানে এমন ভাবে পণ্য গুলা সাজাতে হবে জাতে করে ভোক্তারা আপনার পণ্যটা কে ক্রয় করতে ইচ্ছুক হয়।
০৪. ঝুকি গ্রহণ : আপনি যখন পণ্যটা কে ক্রয় করবেন ঐসময় থেকে পণ্য বিক্রয় করা আগপর্যন্ত আপনাকে ঝুকি গ্রহন করতে হবে।
খুচরা ব্যবসার মূলধন
Retail business capital
খুচরা ব্যবসা করতে বেশি পুজি লাগে না। সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন যতো পুজি ততো রুজি। আপনি যদি আপনার ব্যবসায় বেশি পুজি খাটান তাহলে বেশি লাভহবে।